নিউজ ডেস্ক

নগরীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা, থানায় অবস্থান ও লিফলেট বিতরণ জামায়াতের

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা, বিভিন্ন থানায় অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবারসহ বেশ কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর সদরঘাট, বায়েজিদ, হালিশহর, ডবলমুরিং, ইপিজেড, কোতোয়ালী, আকবরশাহ, খুলশীসহ বিভিন্ন থানা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা আমীর মুহাম্মদ আব্দুল গফুর, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সকলে বাংলাদেশী। এ দেশ আমাদের সকলের। সকল নাগরিকের প্রতি আমাদের সমান দরদ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবের সূচনালগ্ন থেকে আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় উপাসনালয়গুলোতে জামায়াত শিবিরের নেতাকর্মীদের দিয়ে পাহারা দিয়ে আসছি। কারণ অনেকে অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। আমরা তাদেরকে সে সুযোগ দেব না। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই।

মন্তব্য করুন