
নিউজগার্ডেন ডেস্ক: আজ ১৮ আগস্ট আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মুক্তিযোদ্ধাদের খবর নিতে আসেন অন্তর্বর্তিকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।
তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকসহ উপজেলা এবং স্থানীয় থানার দায়িত্বশীলগণ। আরও ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খান তালাত মাহমুদ রাফি এবং সমন্বয়ক রাসেল আরও অনেকে। রাফি’র সাথে জামিয়ার ছাত্র প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ আলাপ হয়।
অতিথিরা জামিয়ার মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভীর সাথে মতবিনিময় করেন এবং ছাত্র প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলাপ করেন। আহতদের খোঁজখবর নিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দেয়ার কথা জানান। ফ্যাসিস্ট রেজিমের পতনে জামিয়া পটিয়ার অনবদ্য ভূমিকার জন্য জামিয়া কতৃপক্ষ ও বিপ্লবী ছাত্রজনতাকে অভিবাদন জানান এবং সকল আহতদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে দু’চোখ হারানো মুরশেদকে বিদেশ নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার জন্য দ্রুত সমন্বয় করে ভিসা প্রদান করবেন বলে জানান। দুষ্কৃতিকারীদের দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য সরকারের কাছে আবেদন করবেন বলেও জানান।