
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমাদের সুসংহত করতে হবে।ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশ। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালিমামুক্ত করার ষড়যন্ত্র এরই ভেতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্র উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করতে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে।
হাসিনা পালানোর পরে বর্তমানে সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্য্কর করে দেয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় জনগোষ্ঠির মনে নিরাপত্তাহীন সৃষ্টি করা সহজ।
তিনি আজ সোমবার (১৯ আগষ্ট), বিকাল ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে আহতদের খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন।
এসময় আহতরা পুরোপরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান নেতারা। একইসাথে যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের জন্য বিএনপি সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান এবং আহতরা সুস্থ হলে তাদের কর্মসংস্থানের বিষয়েও আশ্বস্ত করা হয়।
এসময় ড্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি প্রফেসর ডা. আব্বাস উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ড্যাব চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ডা. রিফাত কামাল রনি, মেরিন সিটি মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. এরশাদুল হক, ড্যাব নেতা ডা. নাজমুল মোর্শেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা. নুরুল আজিম, মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান, মহানগর স্বেচ্ছাসেবক দলের পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মিনহাজুল আলম, কেন্দ্রীয় বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহ সভাপতি ডা. ইফতেখার আমিন (রিজভী), মহানগর স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মীর কাশেম মজুমদার, ইউএসটিসি ছাত্রদলের আহবায়ক ডা. গিয়াসউদ্দিন নয়ন, খুলশী থানা যুবদলের আহবায়ক মো. হেলাল হোসেন, নগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সদস্য আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা নুর উদ্দিন, রিয়াজ, হাবিবুল করিম তানিম, রিমন, তাওসিফ মাহমুদ, তাসরিফ, রোকন, আপন, নওশাদ, রাজু, দেলোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।