নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বেবী টেক্সী অটোরিক্সা অটোটেম্পো মালিক সমিতি সমন্বয় পরিষদ’র এক জরুরী সভা সমিতির অস্থায়ী কার্যালয়ে আজ ১৯ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অদ্যকার সকাল বেলায় কতিপয় শ্রমিক সংগঠনের নামধারী ব্যক্তি পূর্ব ঘোষণা ছাড়া আমাদের সিএনজি অটোরিক্সা রাস্তায় বেড় হলে ভাংচুর চালায় এবং গাড়ীর ক্ষতি সাধন করে এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরের সিএনজি অটোরিক্সার মালিক সমিতি সমূহ অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এবং আমাদের বিষয়টি অবহিত করি। পরবর্তীতে সমন্বয় পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমাদের সিএনজি রাস্তায় নিরাপদ চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং সরকারী গ্যাজেট মোতাবেক দৈনিক ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত মালিক সমিতি সমন্বয় পরিষদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটো রিক্সা বন্ধ থাকবে।
এই ব্যাপারে সকল সিএনজি মালিকদের সহযোগিতা কামনা করছি।
উপস্থিত ছিলেন হায়দার আজম চৌধুরী, আবদুল মান্নান, এস কে সিকদার, টিটু চৌধুরী, মো: মহিউদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।