‘সাধারণ মালিকদের স্বার্থ রক্ষায় সমন্বয় পরিষদের আহবানে গাড়ী বন্ধ রেখে অধিকার আদায়ের ডাক’

নিউজগার্ডেন ডেস্ক: সম্মানিত সিএনজি অটোরিক্সার মালিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত ১৯ আগষ্ট কতিপয় শ্রমিক সংগঠনের নামধারী ব্যক্তি বিশেষ কোন পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে অনেক সিএনজি ভাংচুর চালায় এবং মিছিল মিটিং করে সিএনজি বন্ধ করে দেয়। যে সমস্ত ড্রাইভার তাদের কথা অমান্য করে গাড়ী চালিয়েছে সেই ড্রাইভার ভাইদেরকে রাস্তায় হেনস্তা করেছেন ও গাড়ীর ক্ষতি সাধন করেছেন। তার প্রতিবাদে চট্টগ্রাম সিএনজি অটোরিক্সা মালিকদের সংগঠন সমূহ সমন্বয় পরিষদের জরুরী বৈঠকে মিলিত হয় এবং উক্ত মিটিং এর পরে নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)’র সাথে সাক্ষাত করে এবং তাদের দাবী সমূহের ব্যাপারে অবহিত করে। তার পরিপ্রেক্ষিতে সমন্বয় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রো এলাকায় সমস্ত সিএনজি বন্ধ থাকবে।
এই দাবী আদায় না হওয়া পর্যন্ত সিএনজি অটোরিক্সা মালিকদের গাড়ী বন্ধ রাখার জন্য অনুরোধ জানাচ্ছে। সিএনজি অটোরিক্সা বন্ধের কারণে যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করছে।
দাবীসমূহ: ১৯ আগষ্ট কতিপয় ব্যক্তি ও শ্রমিক সংগঠনের নামধারী ব্যক্তিদের দ্বারা নগরীতে যে সমস্ত সিএনজি অটোরিক্সা ভাংচুর ও ক্ষতি সাধন এবং সাধারণ ড্রাইভার ভাইদেরকে শারীরিক ভাবে আঘাত করেছেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
নগরীতে পারমিট বিহীন সিএনজি এবং জেলা এলাকায় সিএনজি বন্ধ করতে হবে। প্রাইভেট নম্বরে সিএনজি ও কোর্ট থেকে নিলামকৃত সিএনজি ভাড়ায় চালানো বন্ধ করতে হবে।
নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করতে হবে।
নগরীতে মোটর সাইকেল এর নামে পাঠাও এর সিলিং সংখ্যা নির্ধারণ ও ইউনিফর্ম নিশ্চিত না হওয়া পর্যন্ত পাঠাও বন্ধ রাখতে হবে।
মালিকের দৈনিক জমা পূর্ববর্তী গ্যাজেটের পরিবর্তে বর্তমান বাজারের খুচরা যন্ত্রাংশ লুব্রিক্যান্ট এবং ডকুমেন্ট নবায়নের বর্ধিত ফি সমূহ বিবেচনা পূর্বক দৈনিক জমা বৃদ্ধি করে নতুনভাবে গ্যাজেট প্রকাশ করতে হবে।
নগরীতে পার্কিং এর স্থান নির্ধারণ না হওয়া পর্যন্ত নো পার্কিং মামলা বন্ধ করতে হবে।
ড্রাইভারের লাইসেন্স ও গাড়ীর ডকুমেন্টের মামলার জরিমানা সহনীয় পর্যায়ে করতে হবে।

 

মন্তব্য করুন