
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বুধবার দুপুরে (২১ আগষ্ট), চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলন চলাকালীন চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত মহানগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রদল নেতা নুর উদ্দিন রবিনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে যান,
এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, আহতদের অবস্থা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি খারাপ। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মাথা, হাত, পা, বুকে গুলিবিদ্ধ হয়ে আহতরা কাতরাচ্ছে, ছাত্র জনতার গণআন্দোলনে নিহত ও আহতরা ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টির মহানায়ক। তাদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আহতদের সার্বিক সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।
এসময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক, উপ পরিচালক ডা. আশরাফুল আলম, রেজিস্ট্রার ডা. আবু সাঈদ, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহজাহান কবির শাহিন, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক খন্দকার মো. রাজিবুল হক, পাহাড়তলী থানা কৃষক দলের আহবায়ক মো. সবুজ রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম অভি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।