
নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক নেতা, প্রখ্যাত শ্রম আইনজ্ঞ ও বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব এম এ ছবুরের শনিবার (২৪ আগষ্ট) ৩৭ তম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে চালিতাতলী হামিদপুর বুদা গাজী জামে মসজিদ সংলগ্ন মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, আতুরার ডিপো মুরাদনগরস্থ এম এ ছবুর আবাসিক এলাকায় মরহুমের বাস ভবনে খতমে কোরান, দোয়া মাহফিল, জেয়াফত ও তবারক বিতরণ।
মরহুম এম এ ছবুর পুর্ব পাকিস্তান ফেডারেল শ্রমিক লীগের সহ সভাপতি ও শ্রম আদালতের প্রাক্তন সহকারী বিচারক ছিলেন। তিনি (আইএলও) কনভেনশনে পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে ১৮ বার প্রতিনিধিত্ব করেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি চালিতাতলী বাজারস্থ পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৮৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের সন্তান মহানগর বিএনপি নেতা জি এম আইয়ুব খান পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।