
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার এই দুর্যোগে গণমানুষের সংগঠন জামায়াতে ইসলামী তার সাধ্যমত ত্রাণ সহায়তা নিয়ে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। যেকোন দুর্যোগে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
অসহায় মানুষের সেবা করার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ^নবী রাসুলুল্লাহ (সা:) অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে গেছেন। আমরা সেই পথ ধরে অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো, ইনশাআল্লাহ।
৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আমীর আফসার উদ্দিন শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আফজল আহমদ, আব্দুল করিম প্রমুখ।
শহীদ আল্লামা সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে
চট্টগ্রাম বিজনেস ফোরামের দোয়া মাহফিল
‘শুকরিয়া আদায় করলে মহান আল্লাহ নেয়ামত বৃদ্ধি করে দেন’
আজ ২৩ আগস্ট ’২৪ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার বলেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করলে তিনি নেয়ামত বৃদ্ধি করে দেন। তিনি আরো বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের ত্যাগ ও কুরবানির বিনিময়ে মহান আল্লাহ তায়ালা দেশের পটপরিবর্তনের মতো মহান নেয়ামত দান করে দেন। এখন এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সকলে এক যোগে কাজ করে দেশকে সুখী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম বিজনেস ফোরামের (সিবিএফ) উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল বিশিষ্ট ব্যাংকার জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিবিএফ নেতা সাইয়েদ আল মামুন, সিবিএফ পাঁচলাইশ অঞ্চল সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুরন রহমান, সিবিএফ নেতা কামাল উদ্দিন ও মুহাম্মদ ইউসুফ প্রমুখ।