ফটিকছড়ি বানবাসী মানুষের পাশে জামায়াত নেতা অধ্যক্ষ নুরুল আমীন

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ও পাইন্দং ইউনিয়নের অনেকগুলো আশ্রয়শিবির ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদার, উপজেলা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, পাইন্দং ইসলামী ছাত্রশিবির সভাপতি নাঈম উদ্দিন, শহিদুল্লাহ তালুকদার সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন