নিউজ ডেস্ক

সাতকানিয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ যুব লীগ নেতার বিরুদ্ধে

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুব লীগ নেতা ও তার লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ ছরওয়ার কামাল নিউজগার্ডেন’র স্টাফ রিপোর্টার। অভিযুক্ত কাউন্সিলর আরফাত উল্লাহর সাতকানিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি।

মারধরের ঘটনায় আজ ২৩ আগস্ট (শুক্রবার) রাত্রে ওই যুব লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সাংবাদিক মোঃ ছরওয়ার কামাল।

অভিযোগে বলা হয়, মোঃ ছরওয়ার কামালকে সাতকানিয়া উপজেলার ১৬ নাম্বার ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯ নম্বর ওয়ার্ড আল আমিন পাড়ার নিজ বাড়ি থেকে ২৩ আগস্ট২৪ (শুক্রবার) বিকেলে সাড়ে ৪ টায় সাতকানিয়া পৌরসভা ভোয়ালিয়া পাড়া ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি কাউন্সিলর আরফাত উল্লাহ নির্দেশে ৭/৮ জন ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ভোয়ালিয়াপাড়া চৌধুরী মসজিদের পূর্ব পাশে ইঞ্জিনিয়ার জহির উল্লার এজি টাওয়ার ভবনের সামনে দোকানে আরাফাত উল্লা ও তার সন্ত্রাসী বাহিনী লোহার রড গাছের বাদাম গাছের লাঠি নিয়ে মারধর করে গুরুতর আহত করে ডান পা ভেঙ্গে দেয়।
সাংবাদিক মোঃ ছরওয়ার কামাল বলেন, ‘গত কিছুদিন ধরে দক্ষিণ রূপকানিয়া এলাকায় ইঞ্জিনিয়ার জহির উল্লাহর ভবন দখল, মাদক কারবার, খাস জমি দখল ও নদ-নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে তথ্য সংগ্রহ করছিলাম। এতে যুব লীগ নেতা কাউন্সিলর আরফাত উল্লাহ ও তার লোকজন আমার ওপর ক্ষুব্ধ হন।
তিনি বলেন, আজ জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ীতে বিশ্রাম নিচ্ছিলাম। তখন বাড়ীতে এসে দরজা খুলার কথা বলে আমার ওপর তারা হামলা চালায়। যুব লীগ নেতা কাউন্সিলর আরফাত উল্লাহর ও তার সহযোগীরা কোনো কথা ছাড়াই আমাকে কিলঘুষি মারতে থাকেন।

যুবলীগ সভাপতি কাউন্সিলর আরফাত উল্লাহর মাদক কারবার ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করার কারণে সাংবাদিক মোঃ ছরওয়ার কামালকে বেধম প্রহার করে গুরুতর আহত করে বলে জানান।
প্রসঙ্গত, এর আগে রবিবার (১৮ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাতকানিয়ায় কুপিয়ে ও গুলি চালিয়ে অনেক ছাত্র জনতাকে আহত করার অনেক ঘটনাও আছে বলে জানান সাংবাদিক মোঃ ছরওয়ার কামাল।

মন্তব্য করুন