
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের দায়িত্বশীল এক বৈঠক বিভাগীয় দায়িত্বশীল মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মহানগরী জামায়াত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ¦ শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন মাওলানা মিয়া মোহাম্মদ হোছাইন শরীফ, মোহসিন আল হোসাইনী, মাওলানা এবিএম মনিরুজ্জামান, মাওলানা বেলাল হাছান, হাফেজ মাওলানা আব্দুল আজিজ শোয়াইব, মাওলানা সোলাইমান, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা মুহাম্মদ ফেরদৌস প্রমুখ।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ শাহজাহান চৌধুরী বলেন, মানবজীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান ইসলামে দেয়া হয়নি। মানবজাতির জন্য সব ধরনের সমস্যার সমাধান হলো আল কুরআন। আমাদের প্রত্যেককে পবিত্র কুরআনের বিধান অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে হবে। এজন্য আমাদের প্রত্যেককে প্রতিদিন বেশি বেশি কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করা দরকার। তিনি সমাজের সকল সমস্যা সমাধানে ওলামা সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান