ত্রাণসামগ্রী ও নগদ টাকা নিয়ে আইএইচআরসি’র ২য় টীমের রওয়ানা

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার ছাত্রছাত্রীদের দ্বিতীয় টীম ফেনী ও ফটিকছড়ির উদ্দেশ্যে আজ ২৫ আগস্ট ২০২৪ইং সকাল ১১টায় চট্টেশ্বরী ওমেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে রওনা দেওয়ার প্রাক্কালে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট এম. এ হাশেম রাজু বলেন, বর্তমানে দেশের ১২টি জেলা ভারতীয় আগ্রাসনের শিকার। এটাই কি বন্ধুর পরিচয়! অন্তবর্তীকালীন সরকার যখন দেশ পুনর্গঠনে রাতদিন কাজ করে যাচ্ছেন তখনই পরিকল্পিতভাবে বন্ধু রাষ্ট্র ভারত তিস্তার বাঁধ ছেড়ে দিয়ে প্রতিশোধমূলক আচরণ করেছেন। এটা কোনভাবেই কাম্য নয়। অন্তবর্তীকালীন সরকারকে দ্রুতগতিতে এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাহী পরিচালক প্রশাসন মো. সাইফুউদ্দিন সালাম মিঠু বলেন- এখনও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মিরসরাই, ফটিকছড়ি, সিলেট, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ ১২টি জেলা এখনও ভয়াবহ পানিবন্দী অবস্থায় নিমজ্জিত রয়েছে। পানিবন্দী মানুষগুলো মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়াই করে চলছে। তাদের মাঝে আরও ব্যাপক পরিমাণ ত্রাণ সামগ্রী, ওষুধসহ মেডিকেল টীম প্রদান করা প্রয়োজন হয়ে পড়েছে। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-এর নির্বাহী সদস্য মো. আব্দুল গণি, লায়ন মো. সালাউদ্দিন আলী, মো. সেলিম কাউসার, ছাত্রদের পক্ষে প্রতিনিধিত্ব করে আ.স. ম রাগিব আহসান মুন্না, মো. সোহেল প্রমুখ।

মন্তব্য করুন