মাদ্রাসা ছাত্র জুনায়েত নিখোঁজ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে মোঃ জুনায়েত নামের ৮ বছরের একজন মাদ্রাসা পডুয়া ছাত্র গতকাল ২৪ আগস্ট শনিবার দুপুর ৩ টায় নিখোঁজ হয়ে গেছে।
ছেলেটির গাঁয়ের রং শ্যামলা। পরনে ছিল নীল রং এর পাঞ্জাবী, জলপাই রং এর প্যান্ট ও লাল রং এর টুটি। ছেলেটি নিখোঁজ হওয়ার পর থেকে তার মা বাবা অনেক খোঁজা – খোঁজীর পরও এখনো কোন নন্ধান পাননি।
এ ব্যাপারে নগরীর বন্দর থানায় ছেলেটির বাবা কালিমুল্যাহ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। কেহ ছেলেটির খোঁ পেয়ে থাকলে ০১৮২৮১৪৩৭২০ নাম্বারে জানানোর জন্য ছেলেটির পরিবার থেকে অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন