নিউজ ডেস্ক

বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে: এরশাদ উল্লাহ

নিউজগার্ডেন ডেস্ক: বন্যা উপদ্রুত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

তিনি বলেন, ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতি নদীর ওপর থাকা ডুম্বুর বাঁধের গেইট খুলে দেয়ার কারণে চট্টগ্রামসহ অন্যান্য জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। বাংলাদেশের মানুষের বাঁচামরাকে তারা কখনোই আমলে নেয় না। এই ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর বিএনপি মনে করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করাই জরুরী।

তিনি রবিবার (২৫ আগষ্ট) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের সহায়তায় চট্টগ্রাম মহানগর বিএনপির গঠিত ত্রাণ ও পুনর্বাসন কমিটির কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

মহানগর বিএনপির আহবানে ত্রাণ ও পুনর্বাসন কমিটিতে চট্টগ্রামের বিএনপি নেতা রাশেদ চৌধুরী, নুর হোসাইন ও নুরুল আলম শিপুসহ নেতাকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রাণ সামগ্রী গ্রহণ কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে।

এসময় বন্যা দুর্গতদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্যা উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি এবং অঙ্গসংগঠনসহ সমর্থকবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সামর্থবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।

ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহবায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ত্রাণ ও পূনর্বাসন কমিটির সদস্য হারুন জামান, ইকবাল চৌধুরী, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, খোরশেদ আলম, সিহাব উদ্দিন মোবিন প্রমূখ।

মন্তব্য করুন