দলমত নির্বিশেষে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান: ইয়াছিন চৌধুরী লিটন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। অসংখ্য মানুষ ও জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যাকবলিত এলাকায় সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ কষ্টে আছে। এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বিএনপি জনগণের দল হিসেবে দেশের যেকোনো সংকটে মানুষের পাশে থাকে। তিনি চট্টগ্রামবাসীকে দলমত নির্বিশেষে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি সোমবার (২৬ আগষ্ট) দুপুরে ফটিকছড়ির পূর্ব ভূজপুর কাজীর হাট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে শুকনা খাবার, চাল, ডাল, পানি, ঔষধ, দিয়াশলাই, মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শিল্প সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাক দিদারুল আলম, সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, পাঁচলাইশ থানা বিএনপি যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম, মহানগর যুবদলের সহ সম্পাদক ইদ্রিস সবুজ, নগর কৃষকদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন জিসান, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আনাছ, ভুজপুর যুবদলের সি. যুগ্ম আহবায়ক ফারুক বিন মুসা, মোজাহেরুল ইসলাম, জাবেদ জোবায়ের, মোবারক হোসেন, রকি সিদ্দিকি, মো. আসিফ, জয়, আকরাম সাঈদ, আবু সাঈদ, মাহমুদ, মনির হোসেন, ইফতেখার আহমেদ, মো. রিপন প্রমুখ।

মন্তব্য করুন