লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র সভাপতি লায়ন মোঃ নাজমুল শাকের ও সম্পাদক লায়ন শাহজাহান

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র রেগুলার ও বোর্ড মিটিং নগরীর চিটাগাং ক্লাব এ প্রেসিডেন্ট (২০২৩-২৪) এর লায়ন আকিব মোঃ আসিফুল আলমের সভাপতিত্বে ও লায়ন মোঃ শাহজাহান এর সঞ্চায়নায় অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড মিটিং এ আগামী (২০২৪-২৫) সেবাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিজোন চেয়ারপার্সন ও চার্টার প্রেসিডেন্ট লায়ন মোঃ আশিকুল আলম আশিক। লায়ন মোঃ নাজমুল শাকের কে ক্লাব সভাপতি ও লায়ন মোঃ শাহজাহান কে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে অন্যান্যরা হলেন, আই পি পি লায়ন আকিব মোঃ আসিফুল আলম, ভাইস প্রেসিডেন্টন লায়ন তানিয়া আক্তার, লায়ন নিলুফার জেসমিন জেসি, লায়ন জিল্লুর রহমান রাসেল, লায়ন নিজামুল ইসলাম, লায়ন খাজা মোঃ শহীদুল করিম, লায়ন সাদেকুর রহমান, ক্লাব ডিরেক্টর লায়ন কামাল উদ্দিন, লায়ন আবু জাফর, মোঃ ওমর ফারুক, লায়ন মোঃ ইমদাদুল ইসলাম চৌধুরী, লায়ন ইঞ্জি, আব্দুল মালেক চৌধুরী, লায়ন ফেরদৌস খান, লায়ন অঘোর কুমার সিংহ (স্বপন), লায়ন মোঃ সেলিম উদ্দীন, লায়ন মোঃ সোলায়মান, লায়ন মোঃ আব্দুল খালেক, লায়ন সোমা বিশ্বাস, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মোঃ আশিকুল আলম আশিক, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লায়ন রাশেদ উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি (প্রেজেক্ট) লায়ন জাবেদ সিদ্দিকী, লায়ন মোঃ শফিকুল ইসলাম, লায়ন সোহারাব হোসেন আরমান, ট্রেজারার লায়ন মোঃ খোরশেদুল আলম, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লায়ন মোঃ মানিক উদ্দিন, লায়ন মাহমুদুল হাসান জোনায়েদ, লায়ন মোঃ ইমরান, প্রেসিডেন্ট এডভাজর লায়ন মইনুদ্দিন আল হিমেল চৌধুরী, লায়ন শাহিনুর মাহমুদ রিফাত, টেইল টুইস্টার লায়ন পার্থ নাথ পদ্মের, লায়ন জেয়ন্ট টেইল টুইস্টার মোঃ সাইফুল ইসলাম, টেমার লায়ন রুহুল আমিন সাবিক, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন মোঃ জিয়াউর রহমান, ক্লাব এলসিএফ কো-অডিনেটর লায়ন আকিব মোঃ আসিফুল আলম, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন উম্মে কাউসার এপি, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন সোলাইমান কবির, এক্সিকিউটিভ মেম্বার লায়ন নাফিসা তাসনিমা, লায়ন ডাঃ রাফিজ মুনতাসীর, লায়ন আল-আমিন মাইমারাজ বাপ্পি, লায়ন মোঃ তৌফিকুর রহমান সুমন, লায়ন তানভীর আহমেদ, লিওদের মধ্যে লিও রফিকুল ইসলাম, লিও রবিন হালদার, লিও সাজ্জাদ হোসেন, লিও আশরাফ হোসেন প্রমুখ। উক্ত সভায় অতিথিদের বক্তব্যে বলেন (২০২৪-২০২৫) সেবাবর্ষের ৩১৫-বি৪ এর সম্মানিত জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ মহোদয় যে ডাক দিয়েছেন, যত্নের ছায়া ছাড়ায় মায়া এই কলকে বাস্তবায়ন করতে এরিস্টোক্রেট লায়ন্স ক্লাব ও লিও ক্লাবকে সামনের দিনগুলোতে লায়ন্সের সেবা কার্যক্রমের ধারা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ক্লাবের সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবে এবং মানবতার কল্যাণে ক্লাবে সেবা কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

মন্তব্য করুন