শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

নিউজগার্ডেন ডেস্ক: কক্সবাজারের পেকুয়া থানার অন্তর্গত শিলখালি ইউনিয়নের বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন আহমেদ (৬০) আজ ২৭ আগস্ট (মঙ্গলবার) রাত ১:৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। আজ দুপুর ২ টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শামসুদ্দিন আহমেদ’র মৃত্যু বাংলাদেশর রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। গনতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন