নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে নাসিমন ভবনের সামনে থেকে জনতার হাতে আটক হয়েছে যুবলীগ ক্যাডার। আজ ২৭ আগস্ট (মঙ্গলবার) বিকালে নাসিমন ভবনস্থ এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করার সময় তাকে আটক করা হয়। আটককৃতের নাম জাবেদ খান। সে চট্টগ্রামের খুলশী নিউ ঝাউতলা কলোনীর মৃত জামাল খানের পুত্র।
সে গত ২১ আগস্ট ২০২৪ চান্দঁগাও থানায় দায়ের হওয়া ১৮ নং মামলায় এফআইআরভুক্ত ২১৯ নং আসামী। সে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্ন স্থানে হামলায় নেতৃত্ব দিয়েছে।
আওয়ামী সরকারের সময়ে জাবেদ খান বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। তার মোবাইল ফোনে আওয়ামী লীগের হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামীদের সাথে অন্তরঙ্গ ছবি পাওয়া গেছে। তার বিরুদ্ধে খুলশী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের অনেক অভিযোগ আছে। তাকে চান্দঁগাও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ দলীয় কার্যালয়ে এই যুবলীগ নেতা বিএনপি অফিসের মধ্যে অস্ত্র এবং বিস্ফোরক জাতীয় দ্রব্য রেখে বিএনপির নেতাকে ফাঁসানোর চেষ্টা পরিকল্পনা নিয়েছিল বিষয়টি সন্দেহ হলে নেতা কর্মীরা হাতেনাতে ধরে ফেললে বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে চাঁন্দগাও থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির জানান যুবলীগ ক্যাডারে জাবেদের বিরুদ্ধে থানায় মামলা আছে স্থানীয় জনতা আটক করে থানার সোপর্দ করেছে।