নিউজগার্ডেন ডেস্ক: আজ ২৭ আগস্ট চট্টগ্রাম রাক্সগুনিয়া নিবাসী ও নগরীর অক্সিজেন পাঠানপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী মরহুম আহমদ ছাফা সকালে পাঠানপুরস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান।
আজ বাদ জোহর অক্সিজেন পাঠানপুরস্থ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সমাবেশে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর এবং সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, জামায়াত নেতা নুরুল আলম, হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ, বিশিষ্ট সমাজসেবক ও কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শরীফ, মরহুমের বন্ধু মহিউদ্দিন প্রমুখ। মরহুমের নামাযে জানাযায় ইমামতি করেন নগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন, জামায়াত নেতা এজহারুল হক ও জাফর আলম প্রমুখ। জানাযা শেষে মরহুমকে রাঙ্গুনিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আহমদ ছাফার ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এক শোকবাণীতে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেন। গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে এক শোকবাণীতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।