নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মেহেদীর বাসায় শাহজাহান চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মেহেদী হাসানকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার রাতে নগরীর দেওয়ানহাট মনসুরাবাদস্থ পুলিশ লাইন্সের পাশে আহত মেহেদীর বাসায় যান তিনি। এ সময় তিনি তার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তার প্রতি সমবেদনা প্রকাশ জানান।
মেহেদীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমাদের কোনো কথাই আপনাদেরকে শান্ত করার জন্য যথেষ্ট নয়। মেহেদী একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলো। তার এ ত্যাগ দেশের মানুষ চিরদিন মনে রাখবে। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনে আরো হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে, মিথ্যা মামলায় হাজার হাজার মানুষ জেল খেটেছে। আজকের এই বিজয়ের পেছনে তাদেরও অবদান আছে। নির্যাতিত মানুষগুলো বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন। তাদের সেই ত্যাগের মাধ্যমেই আজকের এই বিজয় এসেছে।
এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আমীর মুহাম্মদ ফারুকে আজম, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম, ২৪ নম্বর প্রশাসনিক ওয়ার্ড আমীর ইমরানুল হক ও সেক্রেটারি মাকসুদুর রহমান, ওয়ার্ড সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন