মেরিন একাডেমিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে পিআরএল গমনকারী কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে একসভা অনুষ্ঠিত হয়।
২৮ আগস্ট বুধবার বাংলাদেশ মেরিন একাডেমির অডিটোরিয়ামে সমিতির কোষাধ্যক্ষ মো. আমিরুল ইসালমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট-এর পক্ষে প্রধান প্রকৌশলী (অ: দা:) নৌপ্রকৌশলী মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নৌ-শিক্ষা প্রধান (অ: দা:) ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রকৌশলী মো. আবুল কালাম খান, নৌপ্রকৌশলী মো. আজিজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উর্ধ্বতন নৌ-স্থপতি ও ভান্ডার কর্মকর্তা (অ: দা:) প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ মিয়া, তড়িr প্রশিক্ষক ও উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা (মানবিক) এবং মূল্যায়ন ও গবেষণা কর্মকর্তা (অ: দা:) মোহাম্মদ শফিকুল আলম, জুনিয়র বেতার কর্মকর্তা সজল আহমেদ, মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম চৌধুরী, আশরাফুল ইসলাম, মোহাম্মদ নেজাম উদ্দিন, মাহমুদুল হাসান সবুজ, মো. মামুন বয়াতী, ইউনুস শেখ, ওসমান গণি, গৌতম চন্দ্র বিশ্বাস, আবুল কাশেম, রেহেনা বেগম, নূরে আলম ও মো. হাসিব প্রমুখ।
বিদায়ী কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট সুপারভাইজার মোহাম্মদ ইউনুচ, অগ্নি-নিয়ন্ত্রণ সহকারী মু: সিরাজুল ইসলাম গাজী, ইলেকট্রিক ফিটার মো. হাসানুর রহমান,হেড মেকানিক শ্রী প্রসাদ চন্দ্র রায়, ইন্সট্রোমেন্ট মেকানিক মো. হায়দার আলী, গার্ডইনচার্জ মো. আব্দুল মান্নান, ষ্টুয়ার্ড মো. আশ্রাফ উল্লাহ ভূইয়া, বাবুর্চি মো. নুরুল হক, লাইব্রেরী এটেনডেন্ট মো. খন্দকার রশিদুজ্জামান, ষ্টুয়ার্ড মো. নাছির উদ্দিন, লস্কর মো. খলিলুর রহমান, গ্রাউন্ডসম্যান মো. আলমগীর, নিরাপত্তা প্রহরী মো. শাহ আলম ও মো. আব্দুল মালেক।
বিদায়ী কর্মচারীদের পক্ষে বিগত ৩০-৪০ বছরের চাকুরী জীবনের স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন ইন্সট্রোমেন্ট মেকানিক মো. হায়দার আলী, স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মাহমুদুল হাসান সবুজ, কোরআন তেলোয়াত করেন মেরিন একাডেমি জামে মসজিদের মোয়াজ্জিন মো. আল-আমিন এবং মোনাজাত পরিচালনা করেন মেরিন একাডেমি জামে মসজিদের ইমাম মো. বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বিদায়ী ১৫ জন কর্মচারীকে সম্মাননা স্মারক ক্রেস্ট, সমিতির পাওনা ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ

মন্তব্য করুন