নিউজগার্ডেন ডেস্ক: জামায়াতে ইসলামী কোনো দুনিয়াবী আন্দোলন নয়। এই আন্দোলন আমরা দুনিয়াবী উদ্দেশ্যে করি না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। জামায়াতে ইসলামী অতীতেও ত্যাগ স্বীকার করেছে এবং আগামীতেও আল্লাহর দ্বীন এই জামিনে কায়েম করতে দেশ ও দেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
শুক্রবার বন্দর থানা জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ¦ শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
বন্দর থানা জামায়াতের আমীর মাহমুদুল আলমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আহমদ ইকবাল শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনুস।
কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি শহিদুল ইসলাম, ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা কর্মপরিষদ সদস্য শফিউল আলম, ইসলামী শ্রমিক সংঘ সভাপতি হেলাল উদ্দিন, ছাত্রশিবির বন্দর থানা সভাপতি ইমাম উদ্দিন, বন্দর থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আহমদ ফিরোজ, থানা কর্মপরিষদ সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ড আমীর জাকের হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আহমেদ উল্লাহ, আনোয়ার হোসেন, জাহেদ হোসেন, কামরুল হাছান প্রমুখ।।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ শাহজাহান চৌধুরী বলেন, বিশ্ববাসীর রহমত স্বরূপ মহান আল্লাহ আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ (সাঃ) কে দুনিয়ায় প্রেরণ করেছেন। তিনি তাঁর জন্মস্থানকে খুব ভালোবাসতেন। আমাদেরকেও প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে এবং এদেশের প্রতিটি মানুষকে এক আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানাতে হবে। আমাদেরকেও শত বাধা-বিপত্তি এবং কঠিন পরিস্থিতিতেও ইসলামের উপর অবিচল থাকতে হবে।
তনিি বলনে, ইসলামী আন্দোলনের সর্বস্তরের কর্মীদের সর্বাবস্থায় প্রতিনিয়ত আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে। কুরআনের সমাজ বিনির্মাণে মহৎ উদ্দেশ্য সাধনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে সততা, নৈতিকতা ও ধৈর্য্যের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। ইসলামী আন্দোলনের পথে বাধা ও আঘাত আসাটাই স্বাভাবিক। সকল বাধা অতিক্রম করে নিজেকে সৎ যোগ্য ও একজন আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই দেশ সেবায় এগিয়ে আসতে হবে।
নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, যোগ্যতা যাদের আছে, আল্লাহ তায়ালা নেতৃত্ব তাদের হাতেই দেন। এটাই আল্লাহর বিধান। নিজেদের জনগণের খেদমতের জন্য তৈরি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার লক্ষ্য নির্ধারণ করেছে।
নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের সেবায় জনগণের দোরগোড়ায় পৌঁছে যেতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের যুগান্তকারী ভূমিকা রাখতে হবে। দেশকে নতুনভাবে সংস্কারের জন্য আমাদের যেমন মানসিক প্রস্তুতি নিতে হবে, তেমনিভাবে মাঠে ভূমিকা রাখার জন্য এগিয়ে যেতে হবে। জাতির কল্যাণে আমরা যেন যথাযথ ভূমিকা পালন করতে পারি- আল্লাহ যেন আমাদের সেই তাওফিক দান করেন।