নিউজগার্ডেন ডেস্ক: সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি পরিবারগুলোর
সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এস এ গ্রুপ অফ
ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা ও
কর্মচারী তাদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে বন্যার্তদের সহায়তা
করার জন্য প্রদান করেছেন। এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর
ফেনীর রাজাপুর বাজার, ফুলগাজী , দৌলতপুর এবং নোয়াখালী জেলার ছোঁয়নি গ্রাম,
রাজগঞ্জ ও মাইজদীর প্রত্যন্ত গ্রামের মোট ৫০০ পরিবারের মধ্যে ৭ টন জরুরী
খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বন্যার শুরু
থেকেই এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সরকারি ও বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী
সংগঠনের মাধ্যমে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মিরশরাই, ফটিকছড়ি ও খাগড়াছড়িতে
ত্রান সহায়তা প্রদান করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাল, সয়াবিন তেল, লবন, আটা, সুজি, সেলাইন, পানি ও জরুরী প্রাথমিক ঔষধ।
বন্যায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় অভূতপূর্ব ঐক্য দেখা যাচ্ছে। বানভাসি মানুষের জন্য একাট্টা হয়েছে
সবাই। ছাত্র-জনতা, রাজনৈতিক দল, ব্যবসায়ীগোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ
কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে সবাই। তরুণসমাজের এগিয়ে আসার আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে।