
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে নগর আমীর শাহজাহান চৌধুরীসহ চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময়।
কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
এসময় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের নগর নেতৃবৃন্দকে চৌদ্দগ্রামে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।