নিউজগার্ডেন ডেস্ক: ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির জৈব রসায়ন ও জৈব প্রযুক্তির স্নাতক (সম্মান) ডিগ্রিধারী যাওয়াতা আফনান শারারা উচ্চ শিক্ষার্থে গত ২ আগস্ট’২৪ দিবাগত রাত ৩ টায় ফ্রান্সে গমন করেন।
তিনি ফ্রান্সের টুলুস ইউনিভার্সিটি হতে বাংলাদেশে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পূর্ণ বৃত্তি নিয়ে উক্ত ইউনিভার্সিটির INSA ( National Institute of Science and Application) লেখাপড়া করবেন।
যাওয়াতা আফনান শারারা সম্প্রতি ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি হতে জৈব রসায়ন ও জৈব প্রযুক্তি বিষয়ে কৃতিত্বের সাথে তথা গড়ে ৯৯% নম্বর প্রাপ্ত হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন। তাছাড়া যাওয়াতা আফনান শারারা ২০২০ সনে ”এ লেভেল” পরীক্ষায় ১৪ টি বিষয়ের মধ্যে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান সহ মোট ৫টি বিষয়ে বিশ্বের সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেন। তৎপূর্বে ২০১৮ ইং সালে তিনি ”ও লেভেল” পরীক্ষায় ১ বিষয়ে বিশ্বের সর্বোচ্চ ও ১ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ নম্বর পেয়ে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হন।
ইতোমধ্যে ২০২৩ সালে যাওয়াতা আফনান শারারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপ অর্জন করে পুরস্কৃত হন। সম্প্রতি তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি হতে স্নাতকে গড়ে ৯৯% নম্বর প্রাপ্ত হওয়ায় শিক্ষায় রাষ্ট্রের সর্বোচ্চ সন্মান স্বরূপ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক যাওয়াতা আফনান শারারাকে স্বর্ণপদকে ভূষিত করার জন্য নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, তিনি চট্রগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের প্রাণপুরুষ মৃত আলহাজ¦ মোঃ ইসমাইল চেয়ারম্যান’র পঞ্চম পুত্র বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ আমান উল্লাহ ও উক্ত এলাকার মির্জার্খীল দরবার শরীফের হযরত কেবলাগণের বংশধর শাহজাদী সানজিনা বেগম জেনী’র প্রথমা কন্যা। (সম্মান)
সময়ের স্বল্পতার কারণে যাওয়াতা আফনান শারারা আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীগণের সাথে দেখা করতে পারেন নাই। তাই তিনি সবার নিকট দোয়া প্রার্থী।