নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানয়র ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন। মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মীর নাছিরের একান্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মীর নাছির এখন আইসিসিইউতে রয়েছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, মীর মোহাম্মদ নাসিরুদ্দিন সাবেক রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।
খবরটি পড়েছেনঃ ২৮