নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্বরণে আলোচনা সভা কাল ৬ আগস্ট

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাল ৬ আগস্ট (শুক্রবার) ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মোঃ আনাছ’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন’র পরিচালনায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি চট্টগ্রাম মহানরের সদস্য সচিব নাজিমুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের এসিসট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ। উক্ত দোয়া মাহফিলে সকলে উপস্থিত হয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করার অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন।

মন্তব্য করুন