নিউজ ডেস্ক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে রামগঞ্জের জনজীবন: জাহাঙ্গীর আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল বলেছেন, চট্টগ্রাম লক্ষীপুর সহ দেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমানে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও রামগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে আছে। বন্যাকবলিত এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে এখন নিদারুণ কষ্টে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। এখন দেখা দিয়েছে নানান রোগব্যাধি। চারদিক এখনো পানিতে তলিয়ে থাকায় পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। যতদিন পর্যন্ত প্রয়োজন আমরা সাহায্য করে যাবো।

তিনি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় শত পরিবারের মাঝে শুকনা খাবার, চাল, ডাল, পানি, ঔষধ, দিয়াশলাই, মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন এবং সমাজের বিত্তশালী ও বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম, পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, থানা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাহার হোসেন বাবু, বিএনপি নেতা মিজানুর রহমান, নুরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন