
নিউজগার্ডেন ডেস্ক: জ্বালানী তেলের মূল্য হ্রাসের কারণে বরকল-বরমা ও বৈলতলী সড়কে বাসভাড়া কমানোর দাবীতে এক প্রতিবাদ সভা বরকল মৌলভীবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠি হয়। এতে সভাপতিত্ব করেন বরকল-বরমা-বৈলতলী যাত্রীকল্যাণ পরিষদের সভাপতি কে এম আলী হাসান।
এতে বক্তব্য রাখেন যাত্রীকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট মো: আনিস, যাত্রীকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল মান্নান চৌধুরী প্রকাশ বাবুল চৌধুরী, আবদুল গফুর, আবু বকর, মো: জসিম, সাবেক মেম্বার মো: কাশেম, মোখলেছুর রহমান, মৌলানা ফরিদুল আলম, মাস্টার আনসার, মো: ইসমাইল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক জ্বালানী তেলের মূল্য হ্রাস ফেলেও বৈশম্যমূলকভাবে বাস ভাড়া আদায় করছে যা অত্যন্ত অমানবিক। দেশে ভয়াবহ বন্যার কারণে অর্থনৈতিক মন্ধা সত্বেও বরকল সড়কে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আইনগত এবং ন্যায় সংগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
নতুন ব্রীজ থেকে বৈলতলী ইউনুস মার্কেট পর্যন্ত ৭০ টাকা বাস ভাড়ার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ এবং নতুন ব্রীজ থেকে বরকল মৌলভী বাজার ৪০ টাকা বাস ভাড়া নির্ধারণ করার আহবান জানান।
বরকল-বরমা-বৈলতলী যাত্রীকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
বরকল বরমা বৈলতলী সড়কে যাত্রী হয়রাণী বন্ধের লক্ষ্যে গঠিত বরকল-বরমা-বৈলতলী যাত্রীকল্যাণ পরিষদের আগামী ২ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে কে এম আলী হাসানকে সভাপতি, এডভোকেট মো: আনিসকে প্রধান উপদেষ্টা, আবদুল মান্নান চৌধুরী বাবুল প্রকাশ বাবুল চৌধুরীকে সাধারণ সম্পাদক, মো: জয়নাল আবেদনী এরশাদকে যুগ্ম সম্পাদক, এম জাহেদ আজগর চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।