নিউজ ডেস্ক

কুমিল্লায় বন্যার্তদের পাশে মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠন

নিউজগার্ডেন ডেস্ক: পরিকল্পিত রাজনৈতিক বন্যার শিকার বাংলাদেশ যা ভারতীয় আগ্রাসনের বহিঃপ্রকাশ। ভারতের অন্যায় ভাবে পানির বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং এ ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে অসংখ্য জনপদ।

এসময় বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। তাদেরই মধ্যে অন্যতম কুমিল্লার মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠন। একতাই বল, সেবা-ই ধর্ম, কল্যাণ-ই শক্তি এই মর্মে কুমিল্লার মেহেলদারকোটের মনোহরগঞ্জের যুব সমাজ কর্তৃক ২০২০ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত সংগঠনটির মূল লক্ষ্য হলো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এলাকার অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের শিক্ষা চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান। সংগঠনটি মাদকের বিরুদ্ধে কাজ করাসহ সামাজিক উন্নতি সাধনের লক্ষ্যে এলাকায় তৎপর রয়েছে।

ইতিমধ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বানভাসি মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে সংগঠনটি। বর্তমানে কুমিল্লার বন্যায় কবলিত অঞ্চলের পানি কিছুটা কমে গেলেও বিভিন্ন অঞ্চল সমূহের লোকালয়ের জীবন ব্যবস্থায় স্বচ্ছলতা আসেনি। মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠন তাদের যুব সদস্য নিয়ে উক্ত অঞ্চলে সমূহে সক্রিয় ভাবে বন্যার্তদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে তারা বন্যা কবলিত এলাকায় মানুষের চলাচলের সুবিধার জন্য নিজস্ব উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠনের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, এটি একটি ফি-সাবিলিল্লাহ সংগঠন। আল্লাহর সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য। আমরা আমাদের সাধ্যমত বন্যার্তদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছি এবং সামনেও যেকোনো পরিস্থিতিতে আমরা সাংগঠনিকভাবে দেশ ও মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

মন্তব্য করুন