নিউজ ডেস্ক

৪ আগস্ট পর্যন্ত দেশ সন্ত্রাসীদের অভয়ারাণ্য ছিল: বাদশা

নিউজগার্ডেন ডেস্ক: নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, ৪ আগস্ট পর্যন্ত দেশ সন্ত্রাসীদের অভয়ারাণ্য ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদি সরকারের পতন হয়েছে। একইসাথে সন্ত্রাসীরাও গা ঢাকা দিয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে কোন সন্ত্রাসী-চাঁদাবাজ কারো আশ্রয়-প্রশ্রয়ে আবার যেন বেরিয়ে আসতে না পারে। আত্মগোপনে থাকা চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার আহবান জানান তিনি।
শেখ হাসিনা ও তার দোসরের বিচারের দাবিতে ১৭ নং ওয়ার্ডের সৈয়দশাহ রোডে আজ ৭ সেপ্টম্বর (শনিবার) দুপুর ২ টার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগর ছাএদলের ষুগ্ন আহবায়ক জিএম সালাহউদ্দিন কাদের আসাদের সঞ্চালনায় ও বাকলিয়া থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন সহ প্রাথমিক ও গবেষণা বিষয়ক সম্পাদক, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রিদওয়ানুল হক রিদু, বকলিয়া থান যুবদল নেতা জাকির হোসেন, ১৭ নং ওয়ার্ড যুবদল নেতা শফিউল বশর সাজু, মো. মিজান, সালেহ নূর নাসিম, মো. মারুফুল ইসলাম, ইনজামামুল হক সম্রাট, আবিদ, মুরশেদ, সাইদ, শরীফ, ইদ্দিস, চুনচু, রুবেল, নবী, মহসিন, ফারুক, রাজু আহমেদ কাসেম প্রমুখ।

মন্তব্য করুন