নিউজ ডেস্ক

জীবন

লেখিকা- শামীমা আক্তার (জিনু)
জীবন মানে ছোট শব্দ,
শুনতে লাগে বেশ,
নতুন পুরনো সব মিলিয়ে
শুরু হলো বেশ।
হায়রে জীবন হায়রে মরণ হায়রে ভালোবাসা
এই জীবনে সবাই মিলে করে সুখের আশা।
সকাল হলে সবাই বলে দুঃখ বেশ।
রাতের বেলায় স্বপ্ন দেখে রাত কেটে যায় শেষ।
হাসি কান্না সব মিলিয়ে জীবন আমার ধন্য।
এই ছোট জীবনে আমার আশা সব যে হলো পূর্ণ।
তাই যে বলি, আমার খাতায়,
লিখে দিলাম মনের মত কল্পনা,
আমার কথা বলতে হবে আমি যখন থাকব না।

মন্তব্য করুন