চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র এবং শিক্ষাজোন নামে পরিচিত চকবাজারের বিভিন্ন মার্কেট ও দোকান ব্যবসায়ীদের কাছ থেকে দুর্বৃত্তদের চাঁদা দাবীর প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন।
আজ ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার চকবাজার গুলজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, স্থানীয় রাজনীতিবিদ এম খালেদুল আনোয়ার, আব্দুল হান্নান, সাদুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছ হোসেন, এরশাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, আব্দুল খালেক, জামাল উদ্দিন, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
খবরটি পড়েছেনঃ ১২