সদরঘাট থানা যুবদল ছাত্রদলের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্প্রীতির মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্প্রীতির মিছিল করেছে সদরঘাট থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মাদারবাড়ী এলাকায় বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরুর নির্দেশনায় এই সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সদরঘাট থানার হোটেল পেলিকার সামনে থেকে শুরু হয়ে মাদারবাড়ি রেল গেইট হয়ে কদমতলী প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সদরঘাট থানা যুবদল নেতা ফয়েজ হোসেন বাপ্পী, ছাত্রদল নেতা আরমান খান, থানা কৃষকদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাব্বির, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহিদুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল মেহেরজান, যুবদল নেতা ইউসুফ রুবেল, জিলানী প্রমুখ।

মন্তব্য করুন