নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুলের সহধর্মিণী সাজেদা বেগম আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন….ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ৪ ছেলেমেয়ে রেখে যান।
বাদ আসর নগরীর বায়েজীদ থানাধীন শান্তিনগর কবরস্থান সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
খবরটি পড়েছেনঃ ১৭