নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, বিগত সাড়ে ১৫ বছর সীতাকু- এলাকায় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বাদ পড়েনি রাজনীতিবিদ, ব্যবসায়ী-ক্ষুদ্র ব্যবসায়ীসহ আপামর জনসাধারণ। প্রতিটি মানবাধিকার হরনকারীদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। তাই সীতাকু- এলাকায় অতীতে যে সমস্ত এলাকায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তার শ্বেতপত্র তৈরি করার জন্য সীতাকু- প্রতিনিধিদের এবং আগামীতে যাতে আর মানবাধিকার লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান। তিনি অদ্য বিকাল ৩ ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সীতাকু- উপজেলার ৪ ইউনিটের কমিটি গঠনকল্পে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সীতাকু- প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ফৌজদারহাটে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব মো: আওরঙ্গজেব খান স¤্রাট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. মুসলিম উদ্দিন ভূঁইয়া, মো: মিজানুল হক, মো. ইকবাল হোসেন বাপ্পী, মো. দিদারুল আলম, মাসুদা বেগম কমিশনার, আনোয়ারুল ইসলাম, মো. আবুল মনসুর মেম্বার, উপজেলা, পৌরসভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও কলেজ-এর প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন অনুপ মল্লিক, ইমতিয়াজ নঈম আরমান, রুবেল দাশ, রাসেল মহাজন, জাহেদা আক্তার, শুভ দাশ, মো. আল মুক্তাদীর জিসান প্রমুখ। প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সীতাকু- উপজেলা কমিটিতে মোহাম্মদ মহিউদ্দিন আহ্বায়ক, মো. ইকবাল হোসেন বাপ্পীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. দিদারুল আলম ও মো. আনোয়ারুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, মো. ইমতিয়াজ আরমানকে সদস্যসচিব ও মো. মিজানুল হক, আবুল মনসুর মেম্বার, রাসেল মহাজন, তমাল হোসেন, নির্ঝর সাহাকে সদস্য করা হয়। সীতাকু- পৌরসভা কমিটিতে মো. মুসলিম উদ্দিন ভূইয়াকে আহ্বায়ক, মাসুদা বেগম কমিশনারকে যুগ্ম আহ্বায়ক, মো. মাসুদ হোসেনকে সদস্যসচিব, জেরিন আক্তার, অনুপ মল্লিক রিকন, রুবেল দাশ, গোলাম সাদেককে সদস্য করা হয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় মেহেদী আহসান রাহাতকে আহ্বায়ক, মো. সামি আল জাবেরকে যুগ্ম আহ্বায়ক ও মো. নাহিদুল ইসলাম জয়কে সদস্যসচিব করা হয়। বিজয় স্মরণী ডিগ্রী কলেজ শাখায় মো. আল মুক্তাদীর জিসানকে আহ্বায়ক ও মো. আব্দুল আজিজকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ মোস্তফা আলম মাসুম আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলাকে একটি আধুনিক জেলায় রুপান্তরিত করার জন্য সীতাকু-কে প্রতিটি পর্যায়ে মেধাবী, ত্যাগী ও পরিশ্রমী নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট এলাকায় সাংগঠনিক দায়িত্ব সাহসিকতার সাথে পালন করার আহ্বান জানান।