নিউজ ডেস্ক

সুমনের মত সাহসী কর্মীরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে গেছে: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: হালিশহর থানা যুবদল নেতা মরহুম মো. সুমনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, হালিশহর থানা যুবদল নেতা মরহুম মো. সুমনের মত সৎ সাহসী ও নীতিবান কর্মীর বড় অভাব। তিনি ছিলেন আমাদের প্রেরণার উৎস। সে পরিবারের প্রতি নিবেদিত একজন্য ব্যক্তি ছিলেন। পরিবারে তার অভাব আজ সবাইকে হতবিহবল করে তুলেছে।

তিনি আজ ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হালিশহর থানা যুবদল নেতা মরহুম মো. সুমনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খান বাড়ি বায়তুশ শরফ জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাহফিলে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, হালিশহর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, সহ সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সহ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, মিজানুর রহমান দুলাল, হালিশহর থানা যুবদলের আহবায়ক মোশাররফ আমিন সোহেল, সদস্য সচিব শওকত খান রাজু, হাবিবুল্লাহ খান রাজু, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. সাইফুল আলম, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন জুয়েল, ১১ নং ওয়ার্ড যুবদলের সি. যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল ফিরোজ টিপু, যুগ্ম আহবায়ক ফজলে উদ্দিন রায়হান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফারহান খান, মো: শরীফ আরিফসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন খান বাড়ি বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার।

মন্তব্য করুন