নিউজগার্ডেন ডেস্ক: উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির লোহাগাড়া শহর আদর্শ থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি বেলাল উদ্দীন ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল মাসুম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান। ছাত্রনেতা একরামুল হাসান জিহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ডি.এম আসহাব উদ্দীন, লোহাগাড়া জামায়াতের শহর আমীর অধ্যাপক ডা. জালাল আহমদ, কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মুহাম্মদ সরওয়ার কামাল, সাবেক ছাত্রনেতা এম সাইফুর রহমান প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রশিবির-জামায়াতের উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। ছাত্রদের মেধা বিকাশের পাশাপাশি এ কাফেলা তাদের নৈতিক বিকাশ সাধনে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। একজন মুসলমান ছাত্রকে আদর্শ মুসলমান হিসেবে গড়তে প্রচেষ্টা চালিয়ে থাকে। অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রদেরকেও ধর্মীয় জ্ঞান চর্চা ও অনুসরণের গাইডলাইন দিয়ে থাকে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে প্রেরণা যোগায়। অন্যায় অবিচারের মূলোৎপাটন করতে চেষ্টা করে। সততার গুণে ছাত্রসমাজকে গুণান্বিত করতে চায় ছাত্রশিবির।