নিউজ ডেস্ক

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দোকান কর্মচারী সমিতির বিক্ষোভ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষনকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দোকান কর্মচারী সমিতির ইবি ৬৭ রিয়াজ উদ্দিন বাজার ও তামাকমুন্ডি লেইন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামাকুমন্ডি লেইন রহমান ম্যানশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিডিএ মার্কেট, জুবলী রোড়, আমতল, বাহার লেইল, ফ্রুড গলি, স্টেশন রোড় হয়ে নুপুর মার্কেটে শেষ হয়।

এতে বক্তারা বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। স্বৈরাচারী হাসিনার পতন হলেও তাদের দোসররা নানারকম চক্রান্তে লিপ্ত হয়েছে। তাই জনগণকে সাথে নিয়ে সকল ধরনের নাশকতা প্রতিহত করতে ব্যবসায়ী সমাজ প্রস্তুত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কেউ করতে পারবে না। যারাই সন্ত্রাস ও নৈরাজ্যের সাথে জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

নেতৃবৃন্দ চাঁদাবাজী, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম দোকান কর্মচারী সমিতি ইবি ৬৭ সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে ও বিয়াজ উদ্দিন বাজার ইউনিট বিএনপির সভাপতি আবদুল মান্নানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিয়াজ উদ্দিন বাজার ইউনিট বিএনপির সাধারন সম্পাদক আবদুর শুক্কুর, ইবি ৬৭ সি. সহ সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক আকরাম খান, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, তামাকুন্ডি লেইন ইবি ৬৭ সভাপতি গিয়াস উদ্দিন বাবলু, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ইবি ৬৭ রিয়াজ উদ্দিন বাজার শাখার প্রচার সম্পাদক মো. ইউসুফ, আইন বিষয়ক সম্পাদক মো. ফরুক প্রমুখ।

 

মন্তব্য করুন