নিউজ ডেস্ক

পাহাড়ি ঢলে ধোপাছড়ী ইউনিয়নের ছড়ার সেতু ভেঙে যান চলাচল বন্ধ

ওসমান চৌধূরী, চন্দনাইশ প্রতিনিধি: এক বছর মেয়াদ পার না হতেই চন্দনাইশ উপজেলার অর্থায়নে নির্মিত ধোপাছড়ী টু বান্দরবান পার্বত্য জিলা সড়কের ধোপাছড়ী ইউনিয়নের ছড়ার সেতু পাহাড়ী ঢলে ভেঙ্গে যায়।
পত্যক্ষদর্শীর মতে উল্লেখ্য যে, ১২ সেপ্টম্বর দুপুরে পাহাড় থেকে প্রায় ৩০০০ হাজারের মত বাঁশ নামায় স্থানীয় সওদাগর মোস্তাফিজ।
বাঁশের ভেলাগুলো সেতুর উপরের দিয়ে বেঁধে রাখে। সেতুর উপর দিয়ে চলাচলকারি সাধারণ জনগণ নিষেধ করার পরও তার একঘুয়েমির কারণে বাঁশগুলি সরানো হয়নি বলে পত্যক্ষদর্শীর মতামত প্রদান করে।
এই সেতুটি ভেঙ্গে যাওয়াই স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রি, কৃষক, রুগী, গর্ভবতি মহিলা, বৃদ্ধ জনসাধারণ পড়েছে বিপাকে।
সড়কটি দিয়ে দৈনিক হাজার মানুষের পারাপার করে। সেতুর অপর প্রান্তে আছে ধোপাছড়ী বাজার, আছে ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সাধারণ জনগণের মাঝে হতাশা বিরাজ করছে।

মন্তব্য করুন