নিউজ ডেস্ক

‘বাংলাদেশে আর কোনো স্বৈরাচার সহ্য করবেনা জনগণ’

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা (উত্তর)’র উদ্যোগে কর্মী সম্মেলন পৌর এলাকার একটি কমিউনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপত্বি করেন সংগঠনের উপজেলা আমীর মো. শাহজাহান মঞ্জু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। উপজেলা সেক্রেটারি রিদোয়ান শাহ’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা জামাল হোসাইন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, চট্টগ্রাম জেলা পূর্বের ছাত্র শিবির সেক্রেটারি শওকত আলী, রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক, ওমান বন্ধু সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি নাসিরুদ্দিন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন রাউজান পৌর আমীর বেলাল মোহাম্মদ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল হাশেম, উপজেলা শুরা সদস্য ইউছুফ ইমন, নগরীর বায়েজিদ থানার সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মনছুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাউজানের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গহিরা সাংগঠনিক শাখার সভাপতি মো. তৌহিদুল ইসলাম, রাউজান শহর সাথী শাখার শিবির সভাপতি মিনহাজ উদ্দীন, শহর সাংগঠনিক শাখার সভাপতি নাজিমউদ্দীন আল আজাদ প্রমুখ।
সভায় জামায়াত নেতারা বলেন, বক্তারা বলেন, শত শত ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ যাতে আর কোনো স্বৈরাচারীর কবলে না পড়ে দেশবাসীকে সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল দেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন