নানা অভিযোগে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) ১৪টি অভিযোগসহ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তাকে বিশ্বাবিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ ঘোষণা দেন। এই সিদ্ধান্তের সঙ্গে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরাও একমত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রকৌশলী ড. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়ুয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এফ এম মোদাচ্ছের আলী, প্রক্টর এসকে হাবিবুল্লাহ, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, সিএসই বিভাগের প্রধান জমির আহমেদ, ইইই ও ইসিই বিভাগের প্রধান ফাহমিদা শারমিন জুঁই, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন, আইন বিভাগের প্রধান সুরাইয়া মমতাজ, ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবী এবং সাধারণ শিক্ষা বিভাগের প্রধান জমির উদ্দিনসহ সব বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।