
মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ (গভর্নিং বডি)‘র এক সভা গতকাল অনুষ্ঠিত হয়। স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট কমান্ডার কাজী ইফতেখার হোসেনের সঞ্চালনায় ও গভর্নিং বডি‘র সভাপতি এবং একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদের সভাপতিত্বের বাংলাদেশ মেরিন একাডেমির নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো: ইবনে কায়সার তৈমুর, বিশেষ অতিথি ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো: আতিকুর রহমান, নৌ-শিক্ষা প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, শিক্ষানুরাগী প্রতিনিধি ইলেকট্রনিক প্রশিক্ষক আবু সাদত মো: আমানুল্লাহ, এ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি আফছার উদ্দীন, কামাল হোসেন, সদস্য মো: জসীম উদ্দিন, রাবেয়া খানম ও মো: আমিরুল ইসলাম।
খবরটি পড়েছেনঃ ১৩৮