বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ অত্যন্ত সুদৃঢ়: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, পৃথিবীর সব ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলে। দুর্গোৎসবের এই শুভ লগ্নে আমি বিশ্ব শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ব কামনা করছি। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ অত্যন্ত সুদৃঢ়। হাজার বছর ধরেই এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করে আসছে।’ বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে শান্তিতে বসবাস করে। এ দেশে সম্প্রীতির যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, তা বিশ্বের বুকে এক নজির স্থাপন করেছে। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে যেকোনো সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত আছি। ‘ছাত্র-জনতার এই আত্মদান, ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশে জাগরণের যে চেতনা প্রজ্বালন করেছে, তা যেন কখনো কেউ নিভিয়ে দিতে না পারে, সেই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সারা দেশের নেতাকর্মীদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকার আহ্বান জানান।

তিনি আজ ২১ সেপ্টেম্বর (শনিবার), বিকালে নগরীর একটি কনভেনশন হলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আকবরশাহ্ থানাধীন সকল আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ ও খুলশী থানাধীন আঞ্চলিক কমিটির (আংশিক) নেতৃবৃন্দের সাথে আকবর শাহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আকবর শাহ থানা বিএনপির সভাপতি সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সব আয়োজনের সফলতা কামনা করেন। একইসাথে হিন্দু সম্প্রদায়ের ভাইদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

আকবর শাহ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহীদ উল্লাহ বাহার, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর বক্স মিলন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, পলাশ চৌধুরী, থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলু মাস্টার, থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলাল, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, আসাদুজ্জামান রুবেল, গিয়াস উদ্দিন টুনু, মহিউদ্দিন চৌধুরী রিপন, মেজবাহ উদ্দিন চৌধুরী, শওকত খান রাজু, চট্টগ্রাম মহানগর হন্দিু বৌদ্ধ খ্রষ্টিান ছাত্র পরষিদরে সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশ। আকবর শাহ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এন্টন দাশ, সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সাংগঠনিক সম্পাদক আশীষ দাশ, অর্থ সম্পাদক জুয়েল দে, গুরুকুল ব্রক্ষচয্য দূর্গা পূজা উদযাপন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ মিত্র, থানা যুবদলের খালেদ সাইফুল্লাহ, মো. ইউনুছ, দেলোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন