ওসমান চৌধূরী, চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার ১০নং ধোপাছড়ী ইউনিয়নের ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইছাহাক ছাত্র জনতা শিক্ষক ও কর্মচারীর আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়।
গত ৫ আগষ্ট দেশ যখন স্বৈরছার মুক্ত হয় তখন থেকে ধোপাছড়ী শীলঘাটা উচ্ছ বিদ্যালয়ে আন্দোলনের সুত্রপাত হতে থাকে।
প্রাক্তন ছাত্র মোঃ জাহাঙ্গীর, সমন্বয়ক হয়ে বিদ্যালয়ের সমস্ত হিসাব নিকাশের অডিট করতে গেলে গর্ত থেকে দূঃনীতির ছায়া বাহির হতে থাকে। প্রধান শিক্ষক ব্যান্ক ষ্টেটম্যান দিতে গড়িমসি আরম্ভ করে। তখন প্রাক্তন ছাত্র নিজাম উদ্দিন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়, ও নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন, সমন্বয়ক হয়ে সমস্ত ডোকোমেন্ট, তথ্য উপাথ্য সংগ্রহ করতে থাকে।
এইদিখে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারি প্রথমে কর্ম বিরতিতে যায় পরবর্তিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ চৌধূরীর মধ্যস্থতায় মজিবুল হক খোকা মেম্বার, নাছির মেম্বার ও বর্তমান বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক সিরাজুল ইসলাম পাটোয়ারি, হুমায়ুরা খানম, নাদির শাহ, অভিবাভক সদস্য মোঃ জয়নাব, জয়সেন বড়ুয়া, মোঃ আলীম্বর, জমির মেম্বার (সাবেক) উপস্থিতি তে বৈঠকে বসে। এক পর্যায়ে প্রধান শিক্ষক মোঃ ইছাহাক তাহার পদত্যাগের কথা ঘোষনা দেন।
এই সময় যারা উপস্থিত ছিলেন, রাজনীতি বিদ শ্যামল বড়ুয়া, ছাত্রদলের আবদুল মন্নান রানা, সহকারি প্রধান শিক্ষক, শিক্ষক মোঃ আরিফ,জাহাঙ্গির মাষ্টার,প্রাক্তন সদস্য মাহাবুব। সমন্বয়ক রেদোয়ান নিশাত ও জিমেল প্রমুখ।