নিউজ ডেস্ক

‘পোশাক শিল্প বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই’

নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ চট্টগ্রাম কাস্টম হাউজ-এর নবনিযুক্ত কমিশনার মোঃ জাকির হোসেন-এর সাথে তাঁর কার্যালয়ে আজ ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় মিলিত হন। এই সময় আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক এম. এহসানুল হক, মোহাম্মদ মুসা, রাকিব আল নাসের, গাজী মোঃ শহীদউল্লাহ সহ চট্টগ্রাম কাস্টমস্্ হাউজ-এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম নব-নিযুক্ত কাস্টমস্্ কমিশনারকে বিজিএমইএ’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন- কাস্টমস্্ বাংলাদেশের বৃহত্তম রপ্তানিকারক তৈরী পোশাক শিল্পের গৌরবময় অধ্যায়ের গর্বিত অংশীদার। দীর্ঘ পথ চলায় কাস্টমস্্ কর্তৃপক্ষ সর্বদা আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে বলেই আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পেরেছি। তাই রপ্তানিকারক পোশাক শিল্পকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। যে শিল্পটির উপর নির্ভর করে আমাদের জাতীয় কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং আর্ন্তজাতিক বিশ্বে নিজেদের অবস্থান গৌরবের সাথে আত্মপ্রকাশ করেছে তা আজ দেশী বিদেশী নানা ষড়যন্ত্রের মুখে পড়ে কঠিন চ্যালেঞ্জর সম্মুখিন। পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে আগষ্ট মাস জুড়ে শ্রমিক অসন্তোষ বিরাজ করছিল। সরকারের একান্ত সহযোগিতায় শ্রমিক সহ বিভিন্ন মহলের সাথে মালিক পক্ষ আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রাখা হয়। কিন্তু পরিতাপের বিষয় নতুন করে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চল সহ বিভিন্ন স্থানে অনেক কারখানার উৎপাদন বন্ধ করে দিতে হয়। ফলে ক্রয়াদেশ বাতিল সহ বিদেশী ক্রেতা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে মুখ থুবড়ে পড়বে দেশের সম্ভাবনাময় পোশাক শিল্প, বিকল হবে অর্থনীতি, যা আমাদের কারোরই কাম্য নয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সকল মহলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন- আমরা আশা করবো কঠিন এ’সময়ে কাস্টমস্্ কর্তৃপক্ষ আমাদের সহযোগিতার হাত আরো প্রসারিত করবেন। রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য চালান দ্রুত খালাস ও রপ্তানি যথাসময়ে সম্পাদনে কার্যক্রম সহজীকরণ সহ আমদানি-রপ্তানির ক্ষেত্রে উদ্যোক্তাগণ যেন অনিচ্ছাকৃত ছোট ভুলের কারণে বড় হয়রানির শিকার না হন সেই ব্যাপারে নব-নিযুক্ত কাস্টমস্্ কমিশনারের সহায়তা কামনা করেন।

কাস্টমস্ হাউস, চট্টগ্রামের নবনিযুক্ত কমিশনার মোঃ জাকির হোসেন বলেন- জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। তিনি পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য চালান দ্রুত খালাস ও রপ্তানি যথাসময়ে সম্পাদনে কার্যক্রম সহজীকরণ এবং পোশাক শিল্পের আমদানি-রপ্তানি সংক্রান্ত বিরাজমান সমস্যা সমূহ পারষ্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সূরাহা সহ রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে কাস্টমস্ হাউস, চট্টগ্রাম কর্তৃক সর্বাত্মাক সহযোগিতা করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।

 

 

মন্তব্য করুন