ওডেব’র লিগ্যাল এইড ওরিয়েন্টেশন সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম আইনজীবী সমিতির কোর্টহিলস্থ লাইব্রেরী হল রুমে দাতা সংস্থা WWDP-GC-এর সহযোগিতায় বাস্তবায়িত প্রজেক্ট ’কয়ার’এর ‘Orientation on Legal Procedures and ADR to Combat VAW/GBV and Promote Gender Sensitivity/ Women’s Rights’ শীর্ষক দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে গত ২৩ সেপ্টেম্বর/২০২৪ দুপুর ২টায় অনুষ্ঠিত হয়।

অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নারীর ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সহায়ক পরিবেশ তৈরী এবং প্রয়োজনীয় নেটওয়ার্কিং কাঠামো গঠনের মাধ্যমে নারীর মানবাধিকারকে বাস্তবায়ন করার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে পূর্ণভাবে অংশগ্রহণের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।

নারীর ন্যায় বিচার, ক্ষমতায়ন ও অধিকারের পক্ষে সামাজিক উদ্যোগ কার্যক্রম বাস্তবায়নে ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের সার্বিক তত্বাবধানে ১২ জন আইনজীবী প্যানেল সদস্য ও ১২জন প্রান্তিক আইনী ভবিষ্যত উপকারভোগী শ্রেণীর প্রতিনিধি সমন্বয়ে এ ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেট রেহাত উদ্দীন ইসমত এর পরিচালনায় অনুষ্টিত সভায় আলোচনা করেন, ওডেব’র ইসি কমিটির সদস্য এ্যাডভোকেট রুপম তালুকদার, এ্যাডভোকেট আনজুমান আরা, এ্যাডভোকেট ফারজানা আকতার, এ্যাডভোকেট পলি রানী ঘোষ, এ্যাডভোকেট ফাহমিদা আখতার, এ্যাডভোকেট সৈকত সেন, এ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন, এ্যাডভোকেট মো: ইয়াছিন আরাফাত, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, শিক্ষাবিদ মো: ইমরান, সমাজকর্মী তাসমিয়া আকতার, সমাজকর্মী তানজিনা আকতার, ছাত্রী আবিদা সুলতানা রিমা, ছাত্রী ইসরাত জাহান কর্নিয়া, ছাত্র মো: সামির ছাত্র মো: আসিফ প্রমুখ। এতে সহায়ক এর দায়িত্ব পালন করেন মুহাম্ম ফয়েজুল আবেদীন, রতন দাশ, সজল, মোঃ আলাউদ্দীন, বন্দনা বড়–য়া প্রমুখ।

মন্তব্য করুন