আজ ২৬ সেপ্টেম্বর ২০২৪, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধিন ৩৮ নং ওয়ার্ডে চট্টগ্রাম মডেল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিষয় ভিত্তিক বক্তব্য-গজল-ক্বিরাত সহ কয়েকটি বিষয়ে প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. রফিকুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছ এর সঞ্চালনায় আয়োজনে শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন চান্দারপাড়া হযরত গফুর শাহ র. জামে মসজিদের সম্মানিত মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ লোকমান হেলালী। এতে বক্তব্য রাখেন “দৈনিক আজকের মানব সময়ের” প্রকাশক ও সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, লাকি আক্তার, তানজিনা আক্তার, খাদিজা। আক্তার সুপন দেবনাথ সহ প্রমূখ।