নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজ কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী বাকলিয়া এক্সেস রোডস্থ ২৬ সেপ্টেম্বর ২০২৪ কলেজের নিজস্ব ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. মো. জাহেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজদ্বয়ের শিক্ষকম-লী ও আমন্ত্রিত অথিতিবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ ফরিদুল আলম। কলেজদ্বয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত, হামদ, নাত, দলীয় হামদ-নাত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি প্রগতি, সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে মিলাদুন্নবী সম্পর্কে বক্তারা বলেন, আইয়্যামে জাহিলিয়াতের মধ্যে আল্লাহ তায়ালা রহমত হিসেবে রাসূল (সঃ) কে পাঠিয়েছলেন। রাসূল (সঃ) পৃথিবীবাসীর জন্য একটি সুন্দর সমাজব্যবস্থা উপহার দিয়েছিলেন। এটা হচ্ছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত। রাসূল (সঃ) আমাদের সকলের জন্য রহমত। যখন ছিল জীবন্ত মানুষকে কবর দেওয়ার রীতি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, মারামারি সেই অবস্থায় রাসূল (সঃ) পৃথিবীতে এসেছিলেন। একটি সুন্দর সমাজব্যবস্থা নিয়ে আসলেন। আন্দোলনের ফলে আজকে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে রাসূল (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করতে পারছি এটা অনেক বড় পাওয়া।
অনুষ্ঠানে কলেজদ্বয়ের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. মো. জাহেদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভোরে নামাজ পরে লেখাপড়া করতে বসলে অনেক বরকত পাবে, তিনি আরো বলেন, তোমাদের জীবনে হযরত মুহাম্মদ (সা:)-এর জীবনাদর্শ বাস্তবায়ন করতে পারলে তোমাদের জীবন অনেক সুন্দর ও সহজ হবে।
এছাড়াও অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সব শিক্ষক ম-লীবৃন্দ।