নিউজ ডেস্ক

মৌলানা সালাহ উদ্দিন নানুপুরীর বিরুদ্ধে খাসজমি জবর দখল করার অভিযোগ

নগর জুড়ে অলিগলিতে জামেয়া ইসলামিয়া নানুপুর মাদরাসার পরিচালকের বিরুদ্ধে পোস্টারে ছেয়ে গেছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, মুরাদপুর, কোর্ট বিল্ডিং এলাকায় নানুপুর মাদরাসার পরিচালক মৌলানা সালাহ উদ্দিন নানুপুরীর বিগত স্বৈরশাসকের দালাল হিসেবে বিভিন্ন সময়ে অনুষ্ঠানাদীতে অংশগ্রহণ করে পতিত সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করার চিত্র ফুটে উঠেছে।
পোষ্টারে লেখা হয়েছে তিনি অবৈধভাবে নানুপুর মাদরাসার মহতামিমের চেয়ার অবৈধভাবে দখল করে আছে। তার আট ভাইকে মাদরাসায় বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত করেছে। দুই যযুগ ধরে তিনি মাদরাসার শত কোটি টাকা আত্মসাৎ করেছে বলে পোস্টারে উল্লেখ করেছে।
তাদের একটি এনজিও আছে। যার নাম আল মানাহিল ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাইরেক্টর সকলেই তাদের পারিবারিক। এইভাবে তার বিরুদ্ধে বিগত দিনে পতিতা সরকারের দালালি করে স্থানীয় উপজেলাতে সরকারী খাস জমি মসজিদ মাদরাসা জবর দখল করার অভিযোগ উঠেছে।
সচেতন জনগণ উক্ত সালাহ উদ্দিন নানুপুরী এবং তার অন্যয়ের সাহায্যকারী দোসরদের আইনের আওতায় এনে তদন্তপূর্বক বিচার দাবী করেছে সচেতন জনগণ। এছাড়াও হেফাজতে ইসলাম এবং কওমী মাদরাসার সমস্ত কমিটি থেকে তাকে প্রত্যাহার করার দাবী সম্বলিত এই পোষ্টারটি পুরো চট্টগ্রামে আলোচনা ঝড় তুলেছ।

মন্তব্য করুন